মাইক্রোসফট সারফেস বুক

         মাইক্রোসফট সারফেস বুক

মাইক্রোসফটের ইভেন্টে এবার যে বেশকিছু নতুন ডিভাইস অবমুক্ত হচ্ছে সেটা সকলেই জানতো। কিন্তু ইভেন্টটার সবথেকে বড় চমকটা সম্পর্কে খুব অল্প কয়েকজনেই অনুমান করতে পেরেছিলো। ল্যাপটপের মত দেখতে বা ব্যাবহার করা যায় এরকম কীবোর্ডসহ ট্যাবলেট মাইক্রোসফট সারফেস নাম দিয়ে আগেই এনেছে। তবে এবারের ইভেন্টে সবথেকে বড় চমক হিসেবে মাইক্রোসফট উপস্থাপন করলো তাদের আল্টিমেট ল্যাপটপমাইক্রোসফট সারফেস বুককাগজে কলমে হার্ডওয়্যারের দিক দিয়ে যেটাকে অ্যাপলের ম্যাকবুক প্রো এর থেকে দ্বিগুণ শক্তিশালী বলছে মাইক্রোসফট। এর আরেকটি আকর্ষনীয় দিক হলো ট্যাব অথবা ল্যাপটপ উভয় হিসেবেই ব্যাবহার করা যাবে ডিভাইসটি। আর ডিভাইসটির নজরকাড়া ডিজাইন সাধারন দর্শনার্থীদেরও নজর কেড়েছে।
ইতিমধ্যে ডিভাইসটির ডিজাইনও দেখেছেন দেশি বিদেশী নিউজ পোর্টালে। যারা ডিভাইসটি নিয়ে আরো বেশি এক্সাইটেড, তাদের জন্য আজ প্রকাশ করছি সারফেস বুকটির ছবি গ্যালারি। অসাধারন দেখতে ডিভাইসটির ছবি গ্যালারি যে কোন প্রযুক্তিবোদ্ধাকে চমকৃত করবে।
ছবি গ্যালারি:
    ট্যাব অথবা ল্যাপটপ যে কোনটি হিসেবেই ব্যাবহার করা যাবে সারফেস বুক

     ল্যাপটপটির সাথে আছে একটি স্টাইলাস পেন

মাইক্রোসফটের ভাষায় দ্যা আল্টিমেট ল্যাপটপ
                                  লুমিয়া এবং সারফেসের ভাইস প্রেসিডেন্ট পানোস পানায় এর হাতে সারফেস বুক

    ট্র্যাকপ্যাডটির ফাংশন বর্ননা করছেন পানোস পানায়







    স্লিম এবং স্লিক সারফেস বুক










     Tech specs
What’s in the box.
Surface Book
Surface Pen
Integrated keyboard
Power supply
Quick start guide
Safety and warranty documents
Software
Windows 10 Pro
Office 30-day trial
Exterior
Casing: Magnesium
Color: Silver
Physical buttons: Volume, Power
Dimensions
12.30” x 9.14” x 0.51 - 0.90” (312.3mm x 232.1mm x 13.0 - 22.8mm)
Weight
Starting at 3.34 pounds (1,516 grams) including keyboard
Storage1
Solid state drive (SSD) options: 128GB, 256GB, 512GB, or 1TB.
Display
Screen: 13.5” PixelSense™ display
Resolution: 3000 x 2000 (267 PPI)
Aspect ratio: 3:2
Touch: 10 point multi-touch
Battery life
Up to 12 hours of video playback4
Processor
6th Gen Intel® Core™ i5 or i7
Graphics
i5: Intel® HD graphics 520
i5/i7: NVIDIA GeForce Graphics Processor
Security
TPM chip for enterprise security
Memory
8GB or 16GB RAM
Wireless
802.11ac Wi-Fi wireless networking; IEEE
802.11a/b/g/n compatible
Bluetooth 4.0 wireless technology
Ports
Two full-size USB 3.0
Full-size SD™ card reader
SurfaceConnectTM
Headset jack
Mini DisplayPort
Cameras, video, and audio
5.0MP front-facing camera
8.0MP rear-facing camera with autofocus, with 1080p HD video recording
Dual microphones, front and rear-facing
Front-facing stereo speakers with Dolby® audio
Sensors
Ambient light sensor
Accelerometer
Gyroscope
Magnetometer
Warranty
1-year limited hardware warranty

Share this

Related Posts

Previous
Next Post »

...